কোলন ক্যানসারের চিকিৎসায় খরচ কেমন?
অনেকেই কোলন ক্যানসারে ভুগছেন ও ঝুঁকিতে রয়েছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে কোলন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কোলন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স হাসপাতালের জেনারেল ও কোলোরেক্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার মো. সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
কোলন ক্যানসারের চিকিৎসায় খরচ কেমন? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. শাহরিয়ার মো. সাদেক বলেন, কোলন ক্যানসারের ব্যয়ভার তুলনামূলকভাবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটু বেশিই আমি বলব। এর বেশ কিছু কারণ আছে। প্রথমত বেসরকারি হাসপাতালগুলো যে ধরনের ফাইন্যান্স দিয়ে হাসপাতাল পরিচালনা করে, সেখানে দেখা যাচ্ছে যে খরচটা অনেক বেশিই তাদের... রেভিনিউ আর্ন করার জন্য তাদের ট্যারিফটা বা যে খরচটা নির্ধারণ করতে হয়, সেটা বেশ বেশিই থাকে।
দ্বিতীয়ত যেটা হচ্ছে, ক্যানসার অপারেশন করার সময় বেশ কিছু ইক্যুইপমেন্ট দরকার এবং এসব ইন্সট্রুমেন্ট সাধারণত বিশ্ববিখ্যাত বড় বড় কোম্পানিগুলো বানায়। দেখা যাচ্ছে যে জনসন্স অ্যান্ড জনসন্সের মতো কোম্পানি, যারা ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রে প্রডাকশনগুলো করছে, তারা ডিরেক্টলি বাংলাদেশে কোনও অপারেশন করছে না। তারা ডিলার্সদের মাধ্যমে অপারেশনস করছে, তাদের বিসনেস পলিসিটা ডিফারেন্ট থাকে এবং দেখা যায় এই ইন্সট্রুমেন্টগুলো যখন পেশেন্ট লেভেলে পৌঁছে, বিভিন্ন দফায় শুল্ক, বিভিন্ন দফায় প্রফিট; এটা শেষ করে যখন একজন রোগীর কাছে পৌঁছে, তখন দাম অনেক হয়ে যায়।
কোলন ক্যানসারের চিকিৎসাব্যয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।