জন্ডিস কেন হয়
জন্ডিস একটি কমন সমস্যা। জীবনের কোনও না কোনও সময় আমরা এতে আক্রান্ত হই। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জন্ডিস কী ও তার প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জন্ডিস কী ও তার প্রতিকার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এবং হেপাটোলজি ও লিভার বিভাগের প্রধান ডা. ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
জন্ডিস বলতে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, জন্ডিস আসলে কোনও রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ। যদি কারও রক্তের মধ্যে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায়, সাধারণত দুইয়ের ওপরে উঠলে বা তিনের কাছাকাছি হলে তখন তার মল বা চোখের বর্ণ হলুদ ধারণ করে। সহজ বাংলায় এটিকে আমরা জন্ডিস বলে থাকি।
কী কারণে জন্ডিস হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, কারণগুলো যদি আমরা ভাগ করি—কিছু কারণ আছে যেগুলো লিভারের জন্য হয়, যেটাকে আমরা হেপাটিক জন্ডিস বলি। কিছু সমস্যা রক্তজনিত অসুখের জন্য হয়। এটা প্রি-হেপাটিক বা রক্তের হিমোগ্লোবিন ইত্যাদির কোনও সমস্যা থাকলে সে ক্ষেত্রে জন্ডিস হতে পারে। আর কিছু অসুখ আছে, যেটি লিভার থেকে যে পিত্তরস বের হয়, পিত্তনালি বা রাস্তাটা যদি কোনও কারণে ব্লক হয়, তাহলে জন্ডিস হতে পারে। তখন পিত্তরসগুলো লিভারের মধ্যে জমে যায়, রক্তের মধ্যে চলে আসে। তো এই তিনটা ভাগে আমরা জন্ডিসটাকে বলার চেষ্টা করি।
জন্ডিস কী, এর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।