নাকের সৌন্দর্য বাড়াতে রাইনোপ্লাস্টি
আমাদের শারীরিক সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মুখ। আর নাক অবশ্যই সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাকের সৌন্দর্যবর্ধনের জন্য অনেকেই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নাকের সৌন্দর্যবর্ধন সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নাকের সৌন্দর্যবর্ধন সম্পর্কে বলা বলেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
নাকের বিষয়ে অনেকের আক্ষেপ থেকে যে আমার নাম একটু বোঁচা বা নাকের শেপ আমার পছন্দ নয়। নাকের সৌন্দর্যবর্ধনে রাইনোপ্লাস্টি বিষয়টি কী। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, সৌন্দর্য নিজস্ব ব্যাপার, যেটাতে আপনি কমফোর্টেবল। সৌন্দর্যের ধরাবাঁধা ডেফিনেশন নেই। আপনি যে সেলফ স্টিমে কমফোর্টেবল, সেটাই আপনার জন্য সৌন্দর্য। কে আপনাকে কী বলল, কে কীভাবে তাকাল, এটা কিছু নয়। একটা প্রবাদ আছে, একজন মানুষ যখন নিজের নাককে ভালোবাসতে পারে, তার মানে সে নিজেকে পুরোটাই ভালোবাসে। বেশির ভাগ মানুষকে দেখা যায় নাক নিয়ে কনফিউশনে ভোগে এবং মনে করে যে আমার নাকটা বোধহয় ঠিক নেই। এ ধরনের আপত্তি নিয়ে যখন কোনও ব্যক্তি আমাদের কাছে আসেন, আমরা রোগীকে এক্সামিন করে সিদ্ধান্তে পৌঁছাই তার সার্জারি লাগবে কি না।
ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, রাইনোপ্লাস্টি কিন্তু একটি সার্জারি নয়। রাইনোপ্লাস্টি মানে... একেক জনের একেক কিছু দরকার। কারও নাকটা খাঁড়া করা দরকার, সেটাও রাইনোপ্লাস্টি। কারও নাক চওড়া, সেটা ঠিক করাও রাইনোপ্লাস্টি। কারও নাক বেশি বড়, সেটাকে ঠিক সাইজে আনতে হবে, সেটাও রাইনোপ্লাস্টি। কারও নাক একটু আঁকাবাঁকা, সামনের দিকে বাড়ানো, সেটাও কিন্তু রাইনোপ্লাস্টি। রাইনোপ্লাস্টি হলো গ্রুপ অব সার্জারি, যেটা দিয়ে নাকের সৌন্দর্যবর্ধন সেই ব্যক্তির অনুভব অনুযায়ী করা যায়।
নাকের সৌন্দর্যবর্ধন কী এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।