পায়ুপথে কী কী সমস্যা হয়
অনেকে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশারসহ পায়ুপথে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন। জীবন যাপন, খাদ্যাভ্যাসহ নানাবিধ কারণে আমরা পায়ুপথের সমস্যার সম্মুখীন হয়। এটি বেশ যন্ত্রণাদায়ক। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, পায়ুপথে কী কী সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পায়ুপথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুনায়েদুর রহমান লিখন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
পায়ুপথে আসলে কোন কোন সমস্যাগুলো হয়ে থাকে এবং সেটি বয়সের সাথে সম্পর্কিত কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জুনায়েদুর রহমান লিখন বলেন, আমাদের দেশের নারী-পুরুষ অনেকেই আছেন যারা লজ্জায় বলেন না, কেউ কেউ বলেন। কিন্তু এটা খুবই কমন প্রবলেম। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে আসছি, হয়তো জেলা লেভেলে, উপজেলা লেভেলে বা রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরে, এই ধরনের সমস্যা নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে আসে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এ ধরনের সমস্যা নিয়ে ডাক্তার ছাড়া অল্টারনেটিভ ট্রিটমেন্ট যারা দেয়, তাদের কাছে রোগী যায়। কিন্তু এটায় সিরিয়াসলি অ্যাটেনশন দেওয়া উচিত এবং সচেতনতা বাড়ানো উচিত।
ডা. জুনায়েদুর রহমান লিখন বলেন, আমি প্রথমেই আসি, পায়ুপথে কী কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। প্রথম সমস্যা যদি আমরা ধরি, পায়ুপথে রক্ত যাওয়া বা পায়খানার সাথে রক্ত যাওয়া। এটা কমন প্রবলেম। দ্বিতীয়ত, পায়খানা করার সময় পায়খানার রাস্তায় ব্যথা হচ্ছে। অথবা আরেকটা যেটা হচ্ছে, পায়খানার রাস্তার পাশ দিয়ে কোথাও পুঁজ আসছে বা পানির মতো আসছে। মাঝেমাঝে আসে, হুট করে তার পায়ুপথে ব্যথা হচ্ছে, জ্বর আসছে। এ ধরনের কিছু সমস্যা নিয়েই কিন্তু আসছে। সাথে আরেকটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এগুলোই মূলত পায়ুপথের বিভিন্ন সমস্যার সাথে জড়িত এবং এসব সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিদিন প্রচুর রোগী আসেন।
এটি হুট করে শুরু হতে পারে কি না, না কি দীর্ঘদিন ধরেই, তিনি বিষয়টি আসলে অবলোকন করছেন না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জুনায়েদুর রহমান লিখন বলেন, পায়ুপথের রক্ত যাওয়াটা, হ্যাঁ, আপনি যেটা বললেন হুট করে হয় কি না। অনেক কারণে হুট করে হতে পারে। দেখা গেল কোনও কারণে হুট করে তার খুব বেশি কোষ্ঠকাঠিন্য হচ্ছে, যেটার কারণে হয়তো পায়ুপথের যখন স্টুল বের হচ্ছে, কিছু অংশ ছিঁড়ে যাচ্ছে, সেখান থেকে রক্ত যেতে পারে। আর পায়ুপথে রক্ত যাওয়াটা অবশ্যই আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে পায়ুপথে রক্ত যাওয়া মানেই হচ্ছে পাইলস অথবা সাধারণ বাংলায় যেটা গেজ বলে। আসলে আমাদের খুবই ভালোভাবে দৃষ্টি দিতে হবে যে পায়ুপথে রক্ত যাওয়া মানেই কিন্তু পাইলস না। আরও অনেক কারণে যেতে পারে। তার মধ্যে পায়ুপথের ক্যানসার বা রেক্টাল ক্যানসার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং সেটাতে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে।
ডা. জুনায়েদুর রহমান লিখন বলেন, কিছু কিছু রোগী আমরা পাই, পায়ুপথে রক্তক্ষরণের জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের পাইলসের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তারা হয়তো এমন ডাক্তারের কাছে গিয়েছে অথবা আমি বললাম অল্টারনেটিভ ট্রিটমেন্ট নিচ্ছে, তাঁরা পায়ুপথের ভেতরে পরীক্ষা করে দেখেননি।
পায়ুপথের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে আরও জানতে উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।