পায়ুপথে রক্তক্ষরণের কারণ কী
অনেকের পায়ুপথে রক্ত যাওয়া শুরু হয়, কিন্তু অনেকে অনুধাবন করতে পারেন না। অনেকে আবার দেরিতে অনুধাবন করতে পারেন এবং ডাক্তারের শরণাপন্ন হতে হতে অনেকটা দেরি হয়ে যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পায়ুপথে রক্তক্ষরণের কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পায়ুপথে রক্তক্ষরণের কারণ ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, পায়ুপথে রক্ত যাওয়া বলতে আমরা যেটা বুঝি, এটা খুব কমন একটি রোগ। সবারই লাইফটাইমে কখনও কখনও এটা ঘটে। এ ধরনের ঘটনা ঘটলে আমরা আতঙ্কিত হয়ে যাই। এটা যেমন আতঙ্কিত হওয়ার মতো কোনও ঘটনা নয়, তেমনই ইগনোর করার মতোও নয়।
অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, পায়খানার রাস্তায় রক্ত যায় অনেকগুলো কারণে। সবচেয়ে কমন যেটা, সেটা খুবই সিম্পল; যেমন অনেক বেশি পায়খানা শক্ত হলে বা পাতলা পায়খানা বারবার হলে মলদ্বারের মুখ ফেটে যায় বা ছিঁড়ে যায়। কাটা জায়গা থেকে রক্ত আসে। এটা সবচেয়ে কমন। আর দ্বিতীয়ত, পায়খানার রাস্তায় রক্ত গেলে সবাই মনে করে পাইলস হয়েছে। এটা একটা মিথের মতো হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো পাইলস। এ ছাড়া পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে কিছু কারণে—ইনফেকশন হলে যেতে পারে, পলিপ হলে, কোলন ক্যানসার বা রেক্টাল ক্যানসার তো আছেই। অনেক সময় দেখা যায়, জন্মগতভাবে রক্তনালীর কোনও সমস্যা, রক্ত জমাটা বাঁধার কোনও সমস্যা, এসব কারণেও পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে। কারণ অনেক আছে, কিন্তু কয়েকটা কমন কারণ নিয়ে কথা বলি বেশি।
এনাল ফিশার বা এনাল ফিস্টুলার সাথে আর কী কী উপসর্গ থাকতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা বলেন, এনাল ফিশারে অনেক ঘন ঘন পাতলা পায়খানা অথবা অনেক শক্ত পায়খানা হলে অথবা কেউ যদি ক্লিয়ারলি পায়খানা করতে না পারে; অনেকগুলো কারণ আছে। পায়খানার রাস্তা ফেটে গেলে পায়খানার সাথে লেগে রক্ত আসে, অনেক সময় পায়খানার পরে টপটপ রক্ত পড়ে, রোগী ব্যথা অনুভব করে এবং পায়খানার পরে জ্বালাপোড়া করে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় দু-এক দিনের মধ্যে পায়খানা একটু নরম হলে ঘা শুকিয়ে যায়, স্বাভাবিক অবস্থায় চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় যায় না। তখন পায়খানার রাস্তা টাইট হয়ে যায়, চিকন হয়ে আসে। প্রতিবার পায়খানা করার সময় ব্যথা অনুভূত হয় এবং পরে অনেক জ্বালাপোড়া করে। রোগীরা সামান্য রক্ত দেখলে ভয় পেয়ে যায়। এনাল ফিশার খুবই সাধারণ রোগ। এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই।
পায়ুপথে রক্তক্ষরণের কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।