যে সব উপসর্গে বুঝবেন ডেঙ্গু জ্বর হয়েছে
ইদানীং ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। এই জ্বরে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে এটি নিয়ে ভীতি কাজ করে সবার মাঝে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বলেছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুমন্ত কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ডেঙ্গু জ্বর কখন বলব, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এবং এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে ও কামড় দেয়; এর মাধ্যমে যে জ্বর হয়, সেটাই ডেঙ্গু জ্বর।
ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গ কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ২০১৮ সালে আমাদের একটি ন্যাশনাল গাইডলাইনস বের হয়। এটি খুব ভালো গাইডলাইন। আমাদের দেশের সব ডাক্তার এই গাইডলাইনগুলো অনুসরণ করেন। ডেঙ্গু জ্বর যেহেতু ভাইরাসবাহিত, এর প্রতিরোধ ব্যবস্থাই বড়। এই জ্বরকে তিন ক্যাটাগরিকে ভাগ করা যায়। এ, বি ও সি। এ ক্যাটাগরিকে আমরা বলছি অ্যাবসেন্স ওয়ার্নিং সাইনস, মানে আমাদের খারাপ কোনও উপসর্গ থাকবে না। যদি হাই ফিভার হয় এবং এর সঙ্গে যদি শরীরে ব্যথা হয়, চোখের পেছনে ব্যথা হয়, মাথাব্যথা হয়, শরীরে লালচে ভাব দেখা যায়; তাহলে ডেঙ্গু জ্বর হতে পারে।
ডা. সুমন্ত কুমার সাহা বলেন, বি ক্যাটাগরি হচ্ছে, যাদের ওয়ার্নিং সাইনগুলো থাকে। বি মানে বার্নিং সাইনস। যদি পেটে ব্যথা কারও থাকে, প্রচুর পরিমাণে বমি করে, রক্তবমি করে, নাক দিয়ে রক্ত ঝরে, নারীদের অসময়ে মাসিক হওয়া, পায়খানার সাথে রক্ত যাচ্ছে অথবা ত্বকের নিচে ছোপ ছোপ রক্ত, এগুলো ওয়ার্নিং সাইন। এ ছাড়া অনেকে অজ্ঞান হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। প্লাজমা লিকেজের কোনও এভিডেন্স যদি থাকে; অনেক সময় পেটে পানি আসে, ফুসফুসে পানি আসে, কাশি হয় ইত্যাদি। এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং হাসপাতালে ভর্তি করাতে হবে।
ডা. সুমন্ত কুমার সাহা আরও বলেন, সি ক্যাটাগরি হচ্ছে ক্রিটিক্যাল। এগুলো আরও খারাপ। হিমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম... ব্লাড প্রেশার কমে গেল, রোগী অজ্ঞান হয়ে পড়ে গেল, রোগী অনেক দুর্বল হয়ে পড়ল ইত্যাদি। বি ও সি ক্যাটাগরির রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে।
ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।