সিজারের পরে তলপেটে দাগ
সিজার বা যে কোনও সার্জারি-পরবর্তীতে স্কার বা দাগ থাকে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সিজার পরবর্তী স্কার সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে সিজার পরবর্তী স্কার সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বলেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেহরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সিজারের পর যে সেলাই থাকে, এটি কত দিনের মধ্যে শুকিয়ে যায় বা না শুকালে কী কী সমস্যা হতে পারে স্কিনে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, যে কোনও ধরনের কাটাছেঁড়া, সেটা অপারেশনজনিত হোক কিংবা কারও যদি কেটে যায়... দেখা যাচ্ছে যে আমাদের তলপেটে, সেখানে অনেক ধরনের ফাটা দাগ হয় বা স্কার হয়; আমরা অনেক ভাষায় এটা বলে থাকি। এটা কিন্তু খুব কমন। আমাদের দেশে যেহেতু মহিলাদের অনেক বেশি সিজার হয়ে থাকে বা করতে হয়, সে ক্ষেত্রে দেখা যায় সিজার-পরবর্তী যে সমস্যা, সেটাকে আমরা বলি স্ট্র্যা গ্র্যাবিডেরাম; বাচ্চা হওয়ার পরে ফাটা ফাটা যে দাগ হয়ে যায়, এটাকে আমরা স্ট্র্যা গ্র্যাবিডেরাম বা স্ট্র্যা ডিস্টেনসি। এটা আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। এর প্রতিকার কেমন করে হবে, অনেকে এটা নিয়ে লজ্জা বোধ করে।
ডা. মেহরান হোসেন বলেন, অনেক সময় দেখা যায় রোগীর বাড়ির যারা লোক আছে, এমনকি হাজব্যান্ড পর্যন্ত তার দাগটার জন্য তাকে... মেন্টালি তাকে ফেস করতে হয়। এটা থেকে ডিপ্রেশনে যায় বা কমপ্লেইন করে দাগ কেন। আমাদের দেশের মেয়েরা অনেক সময় শাড়ি পরে থাকে। শাড়ি পরলে পেটের দাগ অনেক সময় ভিজিবল হয়। অনেক সময় বোঝা যায়। তখন একটা সোশ্যাল প্রবলেম হয়। তখন মানুষটা মনখারাপ করে। এ দাগটা বেশ ভোগায়, সেটা আমাদের শহরের মহিলারাই হোক বা গ্রামেই হোক। এ দাগটা, সিজার-পরবর্তী যে স্কারটা, এটা নিয়ে আমরা অনেক কমপ্লেইন পেয়ে থাকি।
সিজার পরবর্তী স্কার সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।