হরমোনের কাজ কী?
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হরমোন শরীরে কাজ করে। হরমোন ছাড়া আমরা প্রাণবন্ত থাকতে পারব না। আজ আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে হরমোন ও এর কাজ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. এম এ হালিম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হরমোন বলতে কী বোঝায়, সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. এম এ হালিম খান বলেন, হরমোন শব্দের অর্থ হলো প্রাণরস। আমাদের শরীরে বিভিন্ন রকম অন্তক্ষরা গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলো থেকে রস বের হয়। এই রসগুলো যে জায়গায় বের হয়, তার কাছাকাছি কাজ করে অথবা দূরে গিয়ে কাজ করে। একটা গ্রন্থি থেকে নিঃসৃত রস দূরে অনেক জায়গায় গিয়ে কাজ করে থাকে। এই প্রাণরস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, প্রাণবন্ত থাকি, প্রাণময় থাকি এবং আমাদের যে জীবন আছে, সেগুলোও অনেক ক্ষেত্রে হরমোন নিয়ন্ত্রণ করে।
হরমোনের কাজ কী? উত্তরে ডা. এম এ হালিম খান বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে হরমোনটা কাজ করে থাকে? আমি বলি যে, মানুষের জন্ম, যেমন একটা স্পার্ম একটা ওভাম। ওরা কিন্তু হরমোনের প্রভাবে ম্যাচিউরিটি লাভ করে থাকে। স্পার্ম ও ওভাম যে এক জায়গায় মিলিত হয়, সেটাও হরমোনের প্রভাবে। মায়ের পেটে যে বেড়ে ওঠে, সেগুলোও বিভিন্ন হরমোনের প্রভাবে। যেদিন পৃথিবীতে একটি শিশু ভূমিষ্ঠ হয়, সেটাও কিন্তু অক্সিটোসিন নামক একটি হরমোন, সেটা মায়ের জরায়ুকে কন্ট্রাকশন করে, সংকুচিত করে এবং পৃথিবীতে এই শিশুটা ভূমিষ্ঠ হয়। সেটাও কিন্তু হরমোনের প্রভাবে। জন্মের পরে তার যে বৃদ্ধি ও বিকাশ, পুরোটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং তার যে কৈশোরকাল, পিউবারটি আসে, বয়ঃসন্ধিকালে যে হরমোনটা যখন আসা দরকার, সেটা যদি না আসে অথবা আগে চলে আসে, তাহলে সমস্যা; সেটা দেরিতে এলেও সমস্যা।
ডা. এম এ হালিম খান আরও বলেন, মানুষের যে যৌবনকাল, পুরোটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। যৌবনকালে মেয়েদের যে এস্ট্রোজেন ও প্রজেসটেরন হরমোন এবং ছেলেদের টেসটোসটেরন হরমোন, এগুলো যদি বেশি হয় অথবা কম হয়, তাহলে তার যৌবনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। আমি যদি বলি, একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, যেদিন মানুষ মারা যাবে, সেদিন আসলে কী হয়... তার হয়তো হার্ট ফেইল করল, তখন আমাদের শরীরের যে হরমোনগুলো, সেই কমটেনসেটরি ম্যাকানিজমগুলো হরমোনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। যখন হরমোনগুলো ফেইল করে, তখন একজন মানুষ মৃত্যুবরণ করে। তাহলে দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজে হরমোনের ভূমিকা রয়েছে।
হরমোন কী, এর কাজ কী এবং হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।