হৃদরোগীরা কি রোজা রাখতে পারবেন
সিয়াম সাধনার এ মাসে ক্রনিক রোগীদের বাড়তি যত্ন নিতে হয়। মেনে চলতে হয় বিশেষ কিছু পরামর্শ। আর তা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নিতে হবে। অনেকে হৃদরোগে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, রমজানে হৃদরোগীরা রোজা রাখতে পারবেন কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে রমজান ও হৃদরোগ বিষয়ে কথা বলেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখর কুমার মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
যেহেতু এখন রমজান মাস চলছে, রমজানে সাধারণত দেখা যায় যে যাঁদের কো-মরবিডিটি ডিজিজ রয়েছে, তাঁদের কিছুটা অসুবিধা হয়ে থাকে রোজা রাখতে। রমজানে হৃদরোগীরা রোজা রাখতে পারবেন কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. শেখর কুমার মণ্ডল বলেন, রমজান সারা পৃথিবীতে, এখন দেখা যাচ্ছে ১.৮ বিলিয়ন মানুষ রোজা রেখে থাকেন। এটা মুসলিমদের ধর্মীয় আচার। এঁদের ভেতরে অনেকে হৃদরোগী আছেন। এই হৃদরোগীরা রোজা রাখতে পারবেন কি না, এটা সবাই জিজ্ঞেস করেন। আমরা যেটা বলি, যাঁদের স্ট্যাবল হার্ট ডিজিজ আছে, মানে যাঁর হার্টের অসুখ আছে, কিন্তু নিয়ন্ত্রণে আছে, তাঁদের রোজা রাখতে কোনও সমস্যা নেই।
ডা. শেখর কুমার মণ্ডল বলেন, কোন গ্রুপ, যাঁদের সতর্কতা অবলম্বন করতে হবে? এটাও কিন্তু আসলে বলা আছে। হার্ট ডিজিজের সাথে অন্যান্য ডিজিজও থাকে। যেমন হার্ট ডিজিজের সাথে ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে এর সাথে কিডনি ডিজিজ থাকে। তো অনেক জটিল অসুখ যদি থাকে, সেসব ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করতে বলি। তাছাড়া এমনি যাঁদের নরমাল হার্ট ডিজিজ এবং যাঁদের ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, তাঁদের রোজা রাখতে কোনও সমস্যা নেই। তাঁরা রোজা রাখতে পারবেন।
এ ক্ষেত্রে হৃদরোগী যাঁরা রয়েছেন, তাঁদের রমজান শুরুর আগেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাঁর ওষুধ ডিস্ট্রিবিউশন বা তিনি রোজা রাখতে পারবেন কি না, এ বিষয়গুলোর জন্য পরামর্শ নেওয়া উচিত কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. শেখর কুমার মণ্ডল বলেন, হৃদরোগের সাথে অনেক অসুখ থাকে, সেগুলো আমি আগেই বলেছি। সে ক্ষেত্রে প্রি-রমজান অ্যাসেসমেন্ট, এটা করা উচিত। প্রি-রমজান অ্যাসেসমেন্টের ভেতর কী কী থাকবে; যেমন তাঁর উচ্চ রক্তচাপ ঠিক আছে কি না, তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, কিডনি ফাংশন কেমন আছে, লিভারের ফাংশন কেমন আছে, এগুলো রমজানের আগে দেখে নিতে হবে। দেখার পরে ডাক্তার তাঁকে গাইডলাইন দেবেন, রোজা রাখার সময় তাঁকে কী করতে হবে।
রমজান ও হৃদরোগ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ।