শীতে শিশুর গোসল নিয়ে চিন্তিত?

শীতে ঠান্ডার কারণে সরাসরি বাচ্চাদের সর্দি হয় না। মূলত যেসব ভাইরাসের কারণে বাচ্চাদের সর্দি-কাশি বা জ্বর হয়, তাদের প্রকোপ ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায় বলেই শীতে সর্দি-কাশি বেশি হয়। তাই শীতে ঠান্ডা থেকে বাঁচার পাশাপাশি রোগ জীবাণু থেকে বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করতে হবে।
এ জন্য এই শীতে আপনার সোনামণির নিয়মিত গোসলে কোনো বাধা নেই। শীতে শিশুরা প্রায় প্রতিদিনই গোসল করতে পারে। তবে কিছু দিনের জন্য যদি শৈত্যপ্রবাহের কারণে খুব বেশি ঠান্ডা পড়ে, তবে সেই কয়টা দিন ঘন ঘন গোসল না করালেও চলে।
এ সময় গোসল না করিয়ে পাতলা কাপড় পানিতে ভিজিয়ে শরীরটা ভালোভাবে মুছে দিন। সদ্যজাত শিশুর জন্মের প্রথম দুই দিন গোসল করানো উচিত নয়। এর পর থেকে গোসল করাতে পারেন। অন্যদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের নির্দেশনা হলো শিশুকে প্রথম বছরে সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করালেই চলে। তবে বাচ্চা অসুস্থ থাকলে বা কম ওজন নিয়ে জন্মালে গোসলের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লেখক : রেজিস্ট্রার, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল