শিশুদের ডায়রিয়া কেন বেশি হয়?

বড়দের তুলনায় শিশুদের বেশি ডায়রিয়া হয়। এর কারণ কী? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কবির হোসেন। বর্তমানে তিনি আর পি মেডিকেলের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বড়দের ডায়রিয়া ও শিশুদের ডায়রিয়া—দুটোর মধ্যে পার্থক্য কী?
উত্তর : ব্ড়দের ডায়রিয়া অপ্রচলিত। তবে ছোটদের ডায়রিয়া সাধারণত প্রচলিত। বড়দের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। শিশুদের প্রতিরোধ ক্ষমতা বড়দের চেয়ে অনেক কম। আর শিশুরা না বুঝেও অনেক জিনিস মুখে দিয়ে দেয়। এ জন্য শিশুদের পেটের সমস্যা বড়দের তুলনায় বেশি।
প্রশ্ন : আপনাদের কাছে যখন শিশুদের মা-বাবা এ সমস্যা নিয়ে আসছেন, তাঁদের প্রধান অভিযোগটি কী থাকে?
উত্তর : প্রথম বলে, আমার বাচ্চা পায়খানা অনবরত করছে। পায়খানা বন্ধ হচ্ছে না। তিন দিন বা পাঁচ দিন শুধু পানি বা মলই যাচ্ছে। পায়খানা বন্ধ হচ্ছে না। তার সঙ্গে অনেক বাচ্চা বমি নিয়ে আসে, জ্বর নিয়েও আসতে পারে।
আমাদের কাছে সাধারণত প্রথম দিনই চলে আসে। যখন একটি শিশুর ডায়রিয়া শুরু হয়, তখন মা-বাবাসহ আশপাশের লোকজন খুব আতঙ্কিত হয়ে যায়। আমরা সবাই জানি, ডায়রিয়া ও বমি শরীরে পানিশূন্যতা তৈরি করে এবং খুব দ্রুত নিস্তেজ করে ফেলে। এ জন্য মা-বাবা খুব উদ্বিগ্ন থাকে। তাঁরা খুব দ্রুত শিশুকে নিয়ে আসেন। ডায়রিয়ায় সাধারণত প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা রোগী বেশি পাই।
প্রশ্ন : প্রাথমিকভাবে কী পরামর্শ থাকে?
উত্তর : আমি মনে করি, প্রাথমিকভাবে মা-বাবাকে নিশ্চিন্ত করাই প্রথম কাজ। কারণ, সব হাসপাতালে এটা পরীক্ষা করার উপায় নেই যে ডায়রিয়াটি ভাইরাসজনিত কারণে হয়েছে, নাকি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে। প্রাথমিকভাবে রং, ইতিহাস, গন্ধ—এগুলো দেখেই আমাদের ধারণা করতে হবে বাচ্চার কী ধরনের ডায়রিয়া।
চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বলা হয়, স্যালাইনই খাওয়াবেন এবং একটু অপেক্ষা করবেন। পাতলা পায়খানার সঙ্গে যদি বমি থাকে এর জন্য কিছু ওষুধ দেব।
প্রশ্ন : পরীক্ষা করার দরকার পরে কখন?
উত্তর : ডায়রিয়া সাত দিন থাকলে সাধারণত এটি স্বল্পমেয়াদি ডায়রিয়া। সাত দিনের বেশি যদি হয় তাকে আমরা বলি দীর্ঘমেয়াদি ডায়রিয়া। ক্রনিক ডায়রিয়া হলে আমরা সাধারণত পায়খানা পরীক্ষা করি। স্বল্পমেয়াদি ডায়রিয়ায় সাধারণত পায়খানা পরীক্ষা করি না। সাধারণত ১০ বা ১৪ দিনের বেশি হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি।