শিশুর ডায়রিয়া হলে কী খাওয়াবেন?

শিশুদের ডায়রিয়া হলে অনেক সময় মা-বাবারা স্বাভাবিক খাবার খাওয়াতে চান না। এ সময় কী করা উচিত?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কবির হোসেন। বর্তমানে তিনি আর পি মেডিকেলের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়রিয়া হলে কি স্বাভাবিক খাবার খাওয়ানো যায়?
উত্তর : এটি একটি ভালো প্রশ্ন করছেন। ছয় মাস বা এক বছরের আগে যদি ডায়রিয়া হয়, ল্যাকটোজজাতীয় খাবার অনেক সময় ডায়রিয়া বাড়িয়ে দেয়। তাই খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। অনেকে না জেনেই কিছু স্যালাইন দিতে যায়। না জেনেই কিছু ওষুধ খাইয়ে দেয়। এগুলো আসলে প্রয়োজন নেই। এগুলো ডায়রিয়াকে আরো বাড়িয়ে দেয়। এগুলো থেকে আমাদের একটু সচেতন থাকতে হবে।
প্রশ্ন : নবজাতকের ক্ষেত্রে, যারা বুকের দুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে কী করতে হবে?
উত্তর : তাদের ক্ষেত্রে বুকের দুধ বন্ধ করা যাবে না। বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। অনেকে ভুল ধারণা দিয়ে মানুষকে প্রভাবিত করে যে মায়ের বুকে হয়তো সমস্যা হয়েছে, এ জন্য বাচ্চার ডায়রিয়া হয়েছে। গ্রামে এ রকম একটি কুসংস্কার আছে। বুকের দুধের কোনো বিকল্প নেই। এটি বন্ধ করা যাবে না। ডায়রিয়ার মূল বিষয় হলো, আপনাকে পানিশূন্যতা ঠিক করতে হবে। পানিশূন্যতা হচ্ছে কি না বোঝার জন্য চিকিৎসকের কাছে যেতে পারেন।