ডায়রিয়ার সময় পানিশূন্যতা হলে লক্ষণ কী?

ডায়রিয়া হলে অনেক সময় এ থেকে পানিশূন্যতা হতে পারে। পানিশূন্যতা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কবির হোসেন। বর্তমানে তিনি আর পি মেডিকেলের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়রিয়ার সময় পানিশূন্যতা হলে লক্ষণ কী?
উত্তর : বাচ্চার প্রস্রাবটা খেয়াল করতে হবে। ১২ বা ২৪ ঘণ্টার মধ্যে তার প্রস্রাবটা হচ্ছে কি না। এ ছাড়া তো মা-বাবা তেমন কিছু বুঝবেন না। তবে মা-বাবা সেটাই খেয়াল করবে যে বাচ্চা প্রস্রাব ঠিকমতো করছে কি না। সমস্যা মনে হলে চিকিৎসকের কাছে যেতে হবে।