শিশুকে কখন অ্যান্টিবায়োটিক দিতে হয়?

বিভিন্ন রোগের নিরাময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে সব ধরনের রোগেই অ্যান্টিবায়োটিক ব্যবহার ঠিক নয়।
অনেক বাবা-মা চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক শুরু করেন এবং ঠিকমতো কোর্সও পূরণ করেন না। এতে হিতে বিপরীত হয়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইফতেখার উল হক খান। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যান্টিবায়োটিক মানে কী? শিশুদের কোন কোন রোগের বেলায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়?
উত্তর : ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আমরা যেসব ওষুধ ব্যবহার করে থাকি, সেগুলোই অ্যান্টিবায়োটিক। অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য যে অসুখগুলো হয়ে থাকে, সেগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের প্রদাহ- নিউমোনিয়া, ওটাইটিস মিডিয়া, টনসিলাইটিস, ফ্যারিংজাইটিস, অথবা অন্যান্য সংক্রমণ যেমন- মূত্রনালির ইনফেকশন, টাইফয়েডজাতীয় জ্বর, মেনিনজাইটিস ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য শিশুদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। সব ধরনের রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে না।