শিশুর ডায়রিয়া না কি ডিসেনট্রি?

বড়দের তুলনায় শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। অনেক সময় অভিভাবকরা বুঝতে পারে না যে কোনটি ডায়রিয়া, আর কোনটি ডিসেনট্রি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ইফতেখার উল হক খান। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুরা পাতলা পায়খানা করলে অনেক মা মনে করেন ডায়রিয়া হয়েছে এবং তিনি চিন্তিত হন। অনেক সময় ডিসেনট্রির সঙ্গে ডায়রিয়াকে গুলিয়ে ফেলেন। একটি শিশুর ডায়রিয়া হয়েছে কি না সেটা বোঝার উপায়গুলো কী?
উত্তর : শিশু যদি ২৪ ঘণ্টার মধ্যে তিন বার বা তার বেশি পরিমাণে পাতলা বা তরল পায়খানা করে থাকে, সেটা ডায়রিয়া। তবে এর মধ্যে কথা আছে, বাবা মাকে বুঝতে হবে, শিশু স্বাভাবিক অভ্যাসের চেয়ে বেশি মল ত্যাগ করছে কি না। এর সাথে দুটো কথা যোগ করব। ছয় মাসের নিচের বাচ্চারা বুকের দুধ খায়, তারা স্বাভাবিকভাবে ঘন ঘন পাতলা পায়খানা করতে পারে, যাকে আমরা ডায়রিয়া হিসেবে বলি না। আরেকটি আমরা পাই একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে। তিন বছর, চার বছরের বাচ্চারা দেখা যায় যে গ্লুকোজ আছে বা ফ্রুকটোজ আছে- এমন কিছু খাবার বা জুস খাচ্ছে, যার জন্য ডায়রিয়ার মতো হচ্ছে। ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে। তবে এ দুটো কিন্তু ডায়রিয়া নয়। এই দুটো জিনিস ছাড়া যদি বাবা মা বুঝতে পারেন, বাচ্চার যে স্বাভাবিক অভ্যাস ছিল, এর চেয়ে অনেক বেশি বার পায়খানা করছে, অথবা পরিমাণে অনেক বেশি হচ্ছে, তারল্য অনেক বেড়ে গেছে, তাহলে বাবা মা মোটামুটি ধরে নিতে পারেন যে তার শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।