পেস্ট গিলে ফেললে কি ক্ষতি হয়?

অনেকে দাঁত ব্রাশ করতে গিয়ে পেস্ট গিলে ফেলেন। বিশেষ করে ছোট শিশুদের বেলায় এমনটা বেশি হয়। এতে কি কোনো ক্ষতি হয়? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছোট বাচ্চাদের বেলায়, পেস্ট গিলে ফেললে কী করবে?
উত্তর : বাচ্চাদের জন্য কিডস পেস্ট আছে। এগুলো দিয়ে দাঁত মাজতে পারে। আর লাল চায়ের মধ্যে অনেক বেশি ফ্লোরাইড আছে। এর মধ্যে ব্রাশ ডুবিয়ে যদি ব্রাশ করতে দেওয়া হয়, তাহলে বাচ্চাদের কাছে ব্রাশ করতে খারাপ লাগবে না। ঝাঁঝাল মনে হবে না। পরিষ্কারও ভালো হবে।
পেস্ট একটু গিলে ফেললে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই জিনিসটি বানানো হয় মুখের জন্য। সুতরাং এটি গিলে ফেললে ক্ষতি হওয়ার কিছু নেই। কারণ, এটি গবেষণা। পেস্ট গিলে যদি ক্ষতিই হতো পেস্ট আর বাজারে আসত না।