ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে বোঝা যায় শিশুর জন্মগত ত্রুটি

অনেক শিশুরই জন্মগত হৃদরোগ থাকে। শিশুর জন্মগত ত্রুটি নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৮৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. তারিকুল ইসলাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী ধরনের পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারেন শিশুটির জন্মগত হৃদরোগ আছে?
উত্তর : প্রথমে আমরা বাচ্চাকে অবশ্যই ক্লিনিক্যালই দেখি। অনেক ক্ষেত্রে দেখা যায় ছিদ্র থাকলে এক ধরনের শব্দ শোনা যায়। একে আমরা মার মার বলি। তবে কিছু কিছু রোগে এই মার মারটা বোঝা যায় না। তবে নিশ্চিত হওয়ার জন্য যে পদ্ধতি সেটি হলো ইকোকার্ডিওগ্রাফি। এখন নবজাতকেরও আমরা ইকোকার্ডিওগ্রাফি বলি। এটি করলে প্রায় নিশ্চিতভাবেই প্রায় ১০০ ভাগ জন্মগত হৃদরোগ ধরা পড়ে।