মানুষ আত্মহত্যাপ্রবণ হয় কেন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/28/photo-1490686609.jpg)
বিভিন্ন মানসিক চাপের কারণে মানুষ আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৯১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের সবচেয়ে বেশি মায়া থাকার কথা নিজের জীবনের প্রতি। সেই মায়া ত্যাগ করে সে নিজে নিজেকে মেরে ফেলছে। এত বড় একটি ভয়ংকর ঘটনার দিকে মানুষ যায় কেন?
উত্তর : আসলে আত্মহত্যার যে বিষয়টি এটি হলো প্রতিরোধযোগ্য একটি অবস্থা। এটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু আমরা একে প্রতিরোধ করার চেষ্টা করছি না দেখে আত্মহত্যার দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। প্রধানত দেখা যায় যে ৯০ ভাগ মানুষ, যারা আত্মহত্যা করে, তাদের কোনো না কোনো মানসিক রোগ থাকে। যেমন : বিষণ্ণতা, বাইপোলার মুড ডিজঅর্ডার, পারসোনালিটি ডিজঅর্ডার, এরপর ড্রাগ মিস ইউজ ডিজঅর্ডার—এ ধরনের বিভিন্ন ডিজঅর্ডারে তারা ভোগে। সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থার জন্য অনেকে আত্মহত্যা করে। অনেকে হঠাৎ আবেগবশত হয়ে আত্মহত্যা করে। মাদকাসক্তিতে যারা আক্রান্ত হয়ে যায়, তারাও আত্মহত্যা করতে পারে। এ ছাড়া পরিবারে যদি আত্মহত্যার কোনো ইতিহাস থাকে, তাহলে অন্য কারো মধ্যে এই প্রবণতা অনেক সময় দেখা যায়। আবার যাদের বারবার নিজেকে ব্যথা দেওয়ার প্রবণতা থাকে, তাদের ভেতরে আত্মহত্যার প্রবণতা থাকে। এ ছাড়া পারিপার্শ্বিক অবস্থার জন্য আত্মহত্যার প্রবণতা হয়। যেমন : চাকরি চলে গেছে, যেকোনো সম্পর্কে বিচ্ছেদ, পারিবারিক সমস্যা, মা-বাবার ভেতরে গণ্ডগোল কিংবা তার অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, আত্মসম্মানবোধে হঠাৎ করে আঘাত এলে সে কিন্তু আত্মহত্যা করে ফেলতে পারে।