পেঁপে পাতায়ও রয়েছে অনেক গুণ
পেঁপে শরীরের জন্য উপকারী। তবে জানেন কি, পেঁপে পাতারও রয়েছে অনেক গুণ? এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে; ডেঙ্গু জ্বর কমাতে ও ক্যানসার প্রতিরোধে কাজ করে। এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
১. লিভারের জন্য ভালো
পেঁপে পাতা লিভারের বিভিন্ন সমস্যা প্রতিরোধে ও প্রতিকারে সাহায্য করে, যেমন : লিভার সিরোসিস, লিভার ক্যানসার, জন্ডিস।
২. রক্তের প্লাটিলেট তৈরিতে
পেঁপে পাতা রক্তের প্লাটিলেট তৈরিতে সাহায্য করে। প্লাটিলেট শরীরের জন্য গুরুত্বপূর্ণ।
৩. হজমে সাহায্য করে
পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যামাইলেজ, সাইমোপেঁপেইন, প্রোটেস ও পাঁপাইন। এই পাতা হজমে সাহায্য করে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
এতে রয়েছে একটোজেনিন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।
৫. শক্তি বাড়ায়
প্রতিদিন পেঁপের জুস খাওয়া শক্তিকে বাড়াতে কাজ করে এবং অবসন্ন ভাব কমায়।
এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধ করে। এ ছাড়া এটি ঋতুস্রাবকে নিয়মিত করতে সাহায্য করে।