সাইনোসাইটিস কেন হয়?
সাইনোসাইটিস বেশ জটিল সমস্যা। সব বয়সেই এটি হতে পারে। সাইনোসাইটিস হলে মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হয়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৮১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. কামাল মাসুদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিস হয় কেন? কাদের সমস্যাটি বেশি হয়?
উত্তর : এটা সাধারণত সব বয়সের মানুষেরই হতে পারে। তবে তরুণ প্রাপ্তবয়স্কদের বেশি হয়। কিছু ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে। আবার কিছু মেকানিক্যাল অবসট্রাকশনের জন্য হতে পারে। যেমন : নাকের হাড় বাঁকা, নাকের মাংস বৃদ্ধি পাওয়া। যেকোনো সাইনাসে যদি ড্রেনেজটা ঠিকমতো না হয়, তখন এই রোগটি হতে পারে।
প্রশ্ন : সর্দিজনিত প্রদাহ বা অ্যালার্জিজনিত সমস্যার সঙ্গে কি সাইনাসের কোনো সম্পর্ক আছে?
উত্তর : হ্যাঁ, আছে। সর্দিজনিত বা অ্যালার্জিক রাইনাইটিসের কিছু লক্ষণ থাকে। যেমন : ঘন ঘন হাঁচি দিবে, নাক দিয়ে পানি আসবে।