শিশুর বিছানা ভেজানো- খাবারে সতর্ক হোন

শিশুর বিছানা ভেজানোর সমস্যায় খাবারও প্রভাব ফেলে। সাধারণত রাত ৭-৮টার পর শিশুকে পানি পান করানোর বিষয়ে একটু শিথিলতা আনতে হয়। এ ছাড়া আরো কিছু বিষয় খেয়াল রাখতে হয়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৯৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আহমেদ নাজমুল আনাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগে কর্মরত।
প্রশ্ন : কী কী জটিলতা রয়েছে।
উত্তর : বেড ওয়েটিং বা বিছানা ভেজানোর তেমন জটিলতা নেই। তবে যদি কোনো মেডিকেল কারণ থাকে, ডায়াবেটিস যদি কারো থাকে, ইউরিনে যদি সংক্রমণ থাকে, তাহলে এটি হতে পারে। সেগুলোর কারণে যদি কোনো জটিলতা হয়, সেগুলো আমাদের ফলোআপে রাখতে হবে।
প্রশ্ন : খাবারদাবারের প্রতি কি আপনারা এই সময় জোর দেন?
উত্তর : খাবার-দাবারের ক্ষেত্রে অতিরিক্ত পানি খেতে বারণ করি। একটি নির্দিষ্ট সময়ে আমরা সীমাবদ্ধ করে দিই। আমরা সাধারণত ৭টার পর পানি পান করতে মানা করি। মিষ্টিজাতীয় খাবারগুলো আমরা কম খেতে বলি। আর অবশ্যই শিশুকে রাতের বেলা ঘুমানোর আগে প্রস্রাব করিয়ে আনতে হবে।