শিশুর হঠাৎ শ্বাসকষ্টের সমস্যায় কী করবেন

শিশুরা প্রায়ই শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হয়। পাঁচ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ বেশি। বিভিন্ন কারণে শিশুর শ্বাসকষ্ট হয়। প্রথমত, যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার জন্য শিশুর শ্বাসকষ্ট হতে পারে।
যেসব শিশুর অ্যাজমার সমস্যা আছে, সেসব শিশুর ক্ষেত্রে যতদূর সম্ভব ঘরবাড়ি ধুলাবালিমুক্ত থাকতে হবে। ঘরে বাতাসের চলাচল ভালোভাবে থাকতে হবে। আর বাসায় সব সময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে। এগুলোর সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে।
জ্বরের কারণে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। এ ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পনজিংয়ের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউমোনিয়া। এর কারণে শিশুর শ্বাসকষ্ট হয়, জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে। শিশু ঘন ঘন শ্বাস নেবে। ছোট শিশুদের ক্ষেত্রে মাথার তালু ডেবে যেতে পারে, বুকের খাঁচা ভেতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে পার্শ্ববর্তী চিকিৎসকের কাছে যেতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
অনুলিখন : শাশ্বতী মাথিন