শিশুদের হৃদরোগ প্রতিরোধে কী করবেন

বড়দের মতো শিশুদেরও হতে পারে হৃদরোগ। শিশুদের হৃদরোগ প্রতিরোধে কিছু বিষয় মেনে চলতে হবে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. তারিকুল ইসলাম। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের হৃদরোগ প্রতিরোধে পরামর্শ কী? একটি শিশুর জীবনযাপন, খাবার-দাবার সব মিলিয়ে কী মেনে চললে এটি একটু কমবে?
উত্তর : উচ্চ রক্তচাপ থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে। উচ্চ রক্তচাপ কিডনির ওপর প্রভাব ফেলছে। বাচ্চাদের বেলায় আমরা বেশির ভাগ ক্ষেত্রে দেখি কিডনি রোগ হচ্ছে। এটি একটি বড় সমস্যা। কিডনির রোগ যাতে না হয়, কিডনি রোগের যে কারণগুলো আছে, সেগুলো প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা তৈরি করছে। তাই এর বিষয়ে সচেতন হতে হবে।
আর প্রাইমারি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা যায়। যেমন : জীবনযাপনের ধরন ঠিক করতে হবে। বাচ্চাকে ভারী খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে। কোক বা ফাস্ট ফুড খাওয়া এড়াতে হবে। এ ছাড়া খেলাধুলা করাতে হবে। এখনকার বাচ্চারা খেলাধুলা করতে চায় না। ঘরে বসেই অনেকটা সময় কাটায়। খেলাধুলা করতে হবে। খাওয়া ও খেলাধুলার মাধ্যমে অনেকটা সুস্থ থাকতে পারবে। এতে হৃদরোগ প্রতিরোধ করা যাবে।