শিশুদের মলদ্বারে রক্তক্ষরণের কারণ কী?

শিশুদের মলদ্বার দিয়ে রক্তক্ষরণের বিভিন্ন কারণ রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’- এর ২৭০৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ছামিদুর রহমান। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের মলদ্বার দিয়ে রক্তক্ষরণের কারণ কী?
উত্তর : অনেক বাচ্চার এই সমস্যা হয়। প্রায় প্রতিদিনই কিছু বাচ্চা চেম্বারে এই সমস্যা নিয়ে আসে। এ ছাড়া আমরা হাসপাতালেও এ ধরনের রোগী পাই। বিভিন্ন কারণে শিশুদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। যেমন : রক্ত আমাশয়। দূষিত পানির কারণে বাচ্চাদের প্রচুর রক্ত আমাশয় হয়।
শিশুদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত গেলে অনেকেই কেবল মনে করেন শিশুর রক্ত আমাশয় হয়েছে বা আমাশয় হয়েছে। তখন বাজারের বিভিন্ন ওষুধ খায়। তবে এটি ছাড়াও মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার আরো কিছু কারণ আছে। যেমন : রেক্টাল পলিপ। পায়খানার রাস্তার ওপর ছোট্ট মাংসের দানার মতো থাকে।
রক্ত আমাশয় হলে বুঝবেন কীভাবে? রক্ত আমাশয় হলে বাচ্চারা পায়খানা করার সময় চাপ দিবে। রক্তের সঙ্গে পিচ্ছিল একটা ব্যাপার থাকবে, পায়খানাও থাকবে। আর যদি পলিপের জন্য হয় তাহলে টাটকা রক্ত যাবে। কোনো ব্যথা থাকবে না।
আরেকটি কারণে বাচ্চাদের পায়খানার সঙ্গে রক্ত যায়। আজকাল বাচ্চারা বাইরের খাবার, ফাস্টফুডের প্রতি অভ্যস্ত হয়েছে। এগুলো খাওয়ার কারণে পায়খানা শক্ত হয়, শক্ত হওয়ার পর পায়খানার রাস্তা ফেটে যায়। ফেটে গেলে পায়খানার সঙ্গে রক্ত আসে। একে আমরা এনাল ফিসার বলি। এটাতে কিন্তু বাচ্চারা পায়খানা করতে চাইবে না। দেখবেন যখন বেগ হবে, লাফালাফি করছে। বসতে চাচ্ছে না। আর পায়খানা আঠারমতো লেগে থাকে এবং ফোঁটা ফোঁটা রক্ত পড়ে।
আমাদের দেশে আরেকটি প্রচলিত বিষয় হলো পাইলস। সবাই মুখে মুখে জানে রোগটির কথা। তবে বাচ্চাদের পাইলস কম হয়। আসলে পাইলস বলতে যেটা বোঝায় সেটি বাচ্চাদের হয় না। সংক্রমণের কারণে রক্ত আমাশয় হয়। অথবা স্বাভাবিক আমাশয় হয়। অথবা রেক্টাল পলিপ অথবা এনাল ফিসার হয়। আরো দুই একটি কারণ রয়েছে। সেগুলো যদি আমরা মাথায় নাও রাখি, মূল এই জিনিসগুলো মাথায় রাখলেই সমস্যা কেন হচ্ছে সেটি দ্রুত নির্ণয় করা যাবে। এটি চিকিৎসা করলে একদম সহজে চিকিৎসা করা সম্ভব।