গর্ভাবস্থায় মায়ের অ্যাজমা থাকলে কি শিশুরও হতে পারে?

অনেকের ধারণা গর্ভাবস্থায় মায়ের অ্যাজমা থাকলে পরবর্তী সময়ে শিশুরও অ্যাজমা হয়। বিষয়টি কতটা ঠিক? এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মাহবুবুল ইসলাম। বর্তমানে তিনি আল- মানার হাসপাতালের রেসপিরেটরি বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মায়েদের অ্যাজমা থাকলে কি শিশুদের শ্বাসকষ্ট হতে পারে?
উত্তর : অনেকে মনে করেন মায়ের যদি অ্যাজমা থাকে, তাহলে হয়তো বাচ্চার অ্যাজমা থাকবে। এটি সবসময় ঠিক নয়। আসলে আমি বলব না যে হয় না। তবে খুব কম হয়। তবে অনেক ক্ষেত্রে নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। অ্যাজমা যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে তার জেনেটিক কিছু কাউন্সেলিং আছে, সেগুলো করতে হবে।
আসলে দেখা যায় যে অনেক মায়ের অ্যাজমা আছে। তবে বাচ্চার অ্যাজমা নেই। আবার অনেক মা এমন আছেন যার অ্যাজমা নেই, তবে বাচ্চার অ্যাজমা হয়ে গেছে।