সোশ্যাল ফোবিয়া : ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে কখন যাবেন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/21/photo-1492775408.jpg)
সোশ্যাল ফোবিয়ায় মানুষের সামাজিক পরিবেশে মিশতে অসুবিধা হয়। তার হয়তো মানুষের সঙ্গে মিশতে ইচ্ছে করে। তবে ভীতির কারণে মিশতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিলে সমস্যাটি নিজে নিজে সারিয়ে তোলা যায়। তবে সমস্যা বেশি হলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের পরামর্শ নেওয়া যেতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন কামরুজ্জামান মজুমদার। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কখন এ সমস্যার জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে যাবে?
উত্তর : যখন সে নিজে আর পারছে না। অনেকবার অনেকভাবে চেষ্টা করেছে, তবে তার অনেক বেশি অসুবিধা হচ্ছে। তার যে নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি যে যোগ্যতার শিক্ষার্থী, সে অনুযায়ী পারফরম্যান্স করতে পারছি না। তখন অবশ্যই এ রকম কারো সঙ্গে যোগাযোগ করতে হবে।