বিষণ্ণতা : চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা কী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/25/photo-1493121916.jpg)
বিষণ্ণতায় চিকিৎসা সমাজকর্মীদের অনেক ভূমিকা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭১৯তম পর্বে কথা বলেছেন ড. তানিয়া রহমান। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সোশ্যাল ওয়ার্ক প্রোগামের পরিচালক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বা চিকিৎসা সমাজকর্মী যাঁরা আছেন, তাঁরা এই ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করবেন?
উত্তর : ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। কারণ, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হলো তাঁরা, যাঁরা মাঠে গিয়ে সরাসরি কাজ করেন। মাল্টি ডায়মেনশনাল লোকের সঙ্গে তাঁরা কাজ করে থাকেন। যেমন : সাইকিয়াট্রিকের সঙ্গে কাজ করে থাকেন, সোশ্যাল ওয়ার্কারদের সঙ্গে কাজ করে থাকেন। সাইকোলজিস্টদের সঙ্গে কাজ করে থাকেন। এত লোকের সঙ্গে কাজ করার জন্য যখনই কোনো লোকের সঙ্গে তাঁর কথা হয়, তাঁর কোন জায়গায় কাকে প্রয়োজন সেটি তিনি সহজে বুঝে ফেলতে পারেন। প্রাথমিক পর্যায়ের অনেকটা কাজ তিনি করতে পারেন। সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের (মানসিক ব্যবস্থাপনা ) যে বিষয়টি থাকে, তিনি অনেকটাই দিয়ে দিতে পারেন। তিনি গভীরে যাওয়ার আগে যদি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা এর ব্যবস্থাপনা করে ফেলেন, তাহলে ধারণা করার পর যদি সেই পরামর্শগুলো দিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা যায়। তাহলে অল্পতেই আমরা এই সমস্যার সমাধান করতে পারব। সমস্যা হিসেবে আসার আগেই একে প্রতিরোধ করতে পারব।