মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/26/photo-1435307106.jpg)
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য—‘আসুন, আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন ও সত্তার বিকাশ নিশ্চিত করি’। দিবসটি উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসের আলোচনা শেষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মাদক সেবনে সাহায্যকারী, মাদক পাচারকারী ও ব্যবসায়ী অথবা সংসদ সদস্য—তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা থাকলেও এর বিরুদ্ধে প্রকৃতপক্ষে কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ নিয়ে সমালোচনা আছে।’ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কিছু সংসদ সদস্যের বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে বর্তমান সরকারের। মাদকের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে সরকার। প্রমাণ পাওয়া গেলে তিনি যত ক্ষমতাবানই হোন না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’