পান পাতা কমাতে পারে চার স্বাস্থ্য সমস্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/07/photo-1496836662.jpg)
পান খেতে অনেকেই পছন্দ করেন। তবে জানেন কি পান পাতায় রয়েছে নানা ঔষধিগুণ? পান পাতা ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধান করা যায়। পান পাতা ব্যবহার করে চার স্বাস্থ্য সমস্যা সমাধানের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
কাটাছেঁড়া
পান পাতা অ্যান্টি অক্সিডেন্টের চমৎকার উৎস। এটি দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে। ক্ষতস্থানে পান পাতার রস দিন। কিছু পান পাতা দিয়ে ক্ষত স্থান ঢেকে নিন। এরপর ব্যান্ডেজ করুন।
জয়েন্টে ব্যথা
পান পাতার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। পান পাতার রস আরথ্রাইটিসের সমস্যা কমাতে সাহায্য করে। ব্যথার জায়গায় পান পাতার রস লাগাতে পারেন।
হজমে সমস্যা
হজমের সমস্যা কমাতে পান পাতা সাহায্য করে। প্রথমে পান পাতা চিবিয়ে এর রস খান। এরপর পানি পান করুন। এটি দ্রুত হজমের সমস্যা কমাতে সাহায্য করবে।
গলা ব্যথা
পান পাতার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি ঠান্ডা সম্পর্কিত সমস্যাগুলো কমাতে সাহায্য করে। পান পাতাকে থেঁতলে এর মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন। এটি গলা ব্যথা কমাতে সাহায্য করে।