সম্পর্কের জটিলতা মানুষের মনে কী ধরনের প্রভাব ফেলে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/18/photo-1503063295.jpg)
সম্পর্কের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগ রয়েছে। সম্পর্কের জটিলতা মানুষের মনে বড় ধরনের প্রভাব ফেলে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ সুখী বা অসুখী হয় সম্পর্কের কারণে। অনেক ক্ষেত্রে মানুষ বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়ে।
সম্পর্কের জটিলতা মানুষের মনে কী ধরনের প্রভাব ফেলে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২৬তম পর্বে কথা বলেছেন ডা. এস এম আতিকুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সম্পর্কের জটিলতাগুলো মানুষের মনে কী রকমভাবে প্রভাব ফেলে? আপনাদের কাছে যখন আসে, তখন সেটি ঠিক কী রকম হয়?
উত্তর : কিছু রোগ তৈরি হতে পারে। বিষণ্ণতা তৈরি হয়। কখনো কখনো বিষণ্ণতা তৈরি যদি নাও হয়, ওই দম্পতির মধ্যে এক ধরনের কষ্ট তো থাকেই। সেখান থেকে তাদের অন্যান্য সমস্যা শুরু হতে পারে। যেমন : রাগ তৈরির সমস্যা হতে পারে। তাদের বাচ্চার যত্ন তারা কম নিচ্ছে। বাচ্চার প্রতি অতটা খেয়াল নিতে পারল না। বাচ্চাটা মা-বাবাকে সেভাবে পেল না। সেই বাচ্চারও মনোজগৎটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অনেক সময় দেখা যায়, দম্পতির মধ্যে মানিয়ে নেওয়া বিষয় রয়েছে। তারা হয়তো নিজেদের মধ্যে মানিয়ে নিচ্ছে। তবে বাচ্চাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। সেটি কিন্তু গিয়ে একটি সময় বড় ধরনের সমস্যা তৈরি করে।