সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440587398.jpg)
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পের প্রাথমিক পর্ব সম্পন্ন করেছে জেসিআই ঢাকা এচিভারস। গত ২২ আগস্ট উত্তরা ১৪ নং সেক্টরের একটি স্কুলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫০টি শিশুকে বিনামূল্যে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সময় তাদের সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সবাইকে সুস্থ ও সফল জীবনের দিকে উদ্বুদ্ধ করতে সব শিশুকে একটি করে হাইজিন কিট দেওয়া হয়।
অনুষ্ঠানে আকর্ষণীয় প্রেজেন্টেশনের সাহায্যে শিশুদের স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পুষ্টির বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানপ্রধানের ভূমিকায় ছিলেন জেসিআই ঢাকা এচিভারসের লোকাল প্রেসিডেন্ট ইসমাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা ও কর্মশালা উপস্থপনায় ছিলেন উমায়ের করিম ও নাসরিন আক্তার মিলা। এ ছাড়া সহসভাপতি সাইফুর রাহমান এবং অন্যান্য বোর্ড ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সহায়তায় জড়িত ছিল পোভারটি ফাইটার ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবা বিন্তে আমিন।
জেসিআই ঢাকা এচিভারস এ বছরের ২২ মে যাত্রা শুরু করে। এটি জেসিআই বাংলাদেশের (JCI Bangladesh)-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। সার্বিক সমাজ অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জেসিআই বাংলাদেশ যে লক্ষ্য স্থির করেছে, তাতে সহায়তা প্রদান ও সমাজে ইতিবাচক অবদান রাখাই জেসিআই ঢাকা এচিভারসের লক্ষ্য।