উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে ওষুধ বন্ধ করা যাবে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/13/photo-1523632087.jpg)
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ খাওয়া এবং জীবনযাত্রার পরিবর্তন করা জরুরি।তবে ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হলে কি ওষুধ বন্ধ করা যায়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৫৭তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষের রক্তচাপ হলো, তিনি ওষুধ খাচ্ছেন, জীবনযাপনের ধরনও পরিবর্তন করছেন। জীবন যাপনের ধরন পরিবর্তন করে তার রক্তচাপ নিয়ন্ত্রণে এলো, তাহলে কি তিনি তার ওষুধ ছাড়তে পারেন?
উত্তর : অবশ্যই ছাড়তে পারে। বর্তমানে উচ্চ রক্তচাপকে যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটি হলো পর্যায় এক, আরেকটি হলো পর্যায় দুই। পর্যায় এক হলো ১৩০ থেকে ১৩৯ সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হলো ৯০ থেকে ৮৯ পর্যন্ত। স্টেজ ওয়ান উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বলা হচ্ছে, জীবন যাপনের ধরন পরিবর্তনের মাধ্যমে যদি নিয়ন্ত্রিত থাকে, সেই ক্ষেত্রে ওষুধের প্রয়োজন নেই। তবে ডায়াবেটিস থাকলে, হার্টের সমস্যা থাকলে, মস্তিষ্কের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে, সেই ক্ষেত্রে ওষুধ লাগতে পারে। তবে জীবন যাপনের ধরন পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা সম্ভব। যেটা স্টেজ ওয়ানের ক্ষেত্রে বললাম।