আঁচিল হলে করণীয়
আঁচিল সম্বন্ধে সাধারণের মনে একটা ভুল ধারণা রয়েছে। সেটি হচ্ছে এর কোনো চিকিৎসা নেই। আঁচিল কখনো নিজে নিজে ভালো হয়। আবার কখনো কখনো এটি ভালো করার জন্য চিকিৎসার দরকার পড়ে।
কী করবেন
- প্রকারভেদ অনুসারে আঁচিলের চিকিৎসা ভিন্ন ভিন্ন । তবে এ ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করাই ভালো।
- আঁচিল শরীরের বিভিন্ন স্থানে হতে পারে। আঁচিল দ্রুত সারিয়ে ফেলার একটি পদ্ধতি হচ্ছে- ইলেকট্রোডেসিকেশন। চর্মবিশেষজ্ঞরাই এটি করে থাকেন।
- তাই আঁচিল নিরাময়ে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
কী করবেন না
- আঁচিল ছোঁয়াচে এ কথাটা অনেকেই জানেন না। এ জন্য আঁচিল হলে অন্যের সংস্পর্শে না যাওয়াই ভালো। তবে রোগ ছড়াবার জন্য আঁচিলের সঙ্গে সরাসরি সংস্পর্শে যাওয়ার দরকার হয়।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ