গর্ভাবস্থায় হৃদরোগের ঝুঁকি কাদের বেশি?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/21/photo-1524301384.jpg)
গর্ভাবস্থায় অনেক সময় হৃদরোগ হয়। তবে এই ঝুঁকি কাদের বেশি থাকে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আয়েশা রফিক চৌধুরী। বর্তমানে তিনি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন নারীর জন্য গর্ভাবস্থা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। তবে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই সময়টা অতটা স্বাভাবিক থাকে না। তার মধ্যে একটি হলো হৃদরোগের সমস্যা। এই সময় হৃদরোগের ঝুঁকি কাদের হতে পারে?
উত্তর : মাতৃত্বকালে কিছু হৃদরোগের সমস্যা হয়। সেটি খুব প্রচলিত। আমরা যেটি পাই এটির মধ্যে একটি হলো উচ্চ রক্তচাপ। অনেক সময় দেখা যায় তার হয়তো আগেই প্রেশার ছিল, সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রেশারটা খুব ঝুঁকিপূর্ণ। আবার অনেক সময় দেখা গেছে তার হয়তো আগে প্রেশার ছিল না। তবে গর্ভাবস্থায় প্রেশার হয়েছে। একে আমরা জেসটেশনাল হাইপারটেনশন বলি। এই সব ক্ষেত্রে তাদের খুব সাবধান হতে হবে। ফলোআপে থাকতে হবে।