খিঁচুনি হয় যেসব রোগে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/08/photo-1525773138.jpg)
বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে খিঁচুনি প্রকাশ পায়। খিঁচুনি হতে পারে এমন কিছু রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮১তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত একজন মানুষের কোন কোন রোগের কারণে খিঁচুনি হতে পারে?
উত্তর : খিঁচুনি বিভিন্ন বয়সে নানা কারণে হয়। বাচ্চাদের বেশির ভাগ খিঁচুনি হয় জ্বর যখন বেশি থাকে তখন। এ সময় কারো কারো ক্ষেত্রে খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে। এ ছাড়া মাথায় আঘাত লাগা, মস্তিষ্কের সংক্রমণ, ম্যানিনজাইটিস, ইনকাফাইলাইটিস যদি হয়, শরীরে রক্তের সঙ্গে পানির যে অংশটা, মানে জলীয় অংশটা, সেটি যদি কমে যায়, তাহলেও হয়। আরেকটি যেটা বহুল প্রচলিত, যেটা বেশি পাওয়া যায়, সেটি হলো মৃগী রোগ। বড়দেরও এসব কারণ অবশ্যই থাকে। এ ছাড়া বড়দের মস্তিষ্কের টিউমারের কারণে হতে পারে। কোনো কোনো ওষুধের জন্য অনেক সময় খিঁচুনি হয়। এ ছাড়া নেশাজাতীয় খাবার যারা গ্রহণ করে, সেটি গ্রহণ করার সময়, অথবা এটা ছেড়ে দেওয়ার পর যে প্রভাব থাকে, তাতে অনেক সময় খিঁচুনি দেখা দিতে পারে।
আরেকটি খিঁচুনি রয়েছে। এটি মেয়েদের বেশি হয়, ১৫/ ১৮ বছর বয়সে বেশি হয়। হিস্টিরিয়া একটি অসুখ রয়েছে। একেও খিঁচুনির অন্তর্গত অসুখ বলে ধরা হয়।