হার্ট ফেইলিউরের উপসর্গ কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/15/photo-1526388074.jpg)
হার্ট ফেইলিউর বিভিন্ন কারণে হতে পারে। হার্ট ফেইলিউরের উপসর্গের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮৬তম পর্বে কথা বলেছেন ডা. সেলিম মাহমুদ। বর্তমানে তিনি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট ফেইলিউরের উপসর্গ কেমন?
উত্তর : উপসর্গগুলো একই রকমই থাকবে। তবে আমরা যদি প্রতিটা রোগকে গোড়াতেই চিকিৎসা করতে পারি, তাহলেই হার্ট ফেইলিউর বৃদ্ধি পাবে না। হার্ট ফেইলিউর নিয়ে এত কথা কেন বলছি? কারণ, একটি রোগীর যখন হার্ট ফেইলিউরের লক্ষণ দেখা যাবে, তখন ৫০ ভাগ রোগী পাঁচ বছরের মধ্যে মারা যাবে। এই মৃত্যুহার কিন্তু স্তন ক্যানসার, জরায়ুমুখের ক্যানসারের তুলনায় অনেক। হার্ট ফেইলিউরের প্রতিরোধ, চিকিৎসার তুলনায় ভালো। হার্ট ফেইলিউরের জন্য আমাদের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। বরং প্রতিরোধটাই এখানে অনেক ভালো। আমাদের যে চিকিৎসাগুলো আমরা দেই, এগুলো কেবল লক্ষণকে নিয়ন্ত্রণ করার জন্য। যখনই লক্ষণ নিয়ে হার্ট ফেইলিউর তৈরি হয়ে যায়, তখন তারা যত দিন বেঁচে থাকবেন, তত দিন তাদের বারবার শ্বাসকষ্ট হবে, ফুসফুসে পানি জমে যাবে। তখন আবার হাসপাতালে ভর্তি হবে। তার অর্থনৈতিক একটি চাপ পরিবারের জন্য।
এই হার্ট ফেইলিউরের প্রধান কারণ ইসকেমিক হার্ট ডিজিজ। হার্ট অ্যাটাকের পরে এই জিনিসটা বাড়ে।