ইনহেলার কি শ্বাসকষ্টের শেষ চিকিৎসা?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/20/photo-1526788644.jpg)
অনেকে ভাবেন, ইনহেলার শ্বাসকষ্টের শেষ চিকিৎসা। তবে এই ধারণা ঠিক নয়। চিকিৎসা নিয়ে এ রকম আরো অনেক ভুল ধারণা রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৭১তম পর্বে কথা বলেছেন ডা. এম এ ছাত্তার সরকার। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে—এটি আমরা কমবেশি সবাই জানি। তবে চিকিৎসায় ভ্রান্ত ধারণাগুলো কী হতে পারে?
উত্তর : আসলে আমার এ ক্ষুদ্র ডাক্তারি জীবনে চিকিৎসা করতে গিয়ে সরকারি ও ব্যক্তিগত চেম্বারে অনেক রোগী দেখেছি। তাদের মধ্যে চিকিৎসা সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে এক/দুটি বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। যেমন কিছু রোগের ওষুধ রয়েছে, যেগুলোর ক্ষেত্রে আমরা বলি যে সব সময় খেতে হবে। তবে রোগীদের ভুল ধারণার কারণে আমরা হয়তো তাদের বোঝাতে পারি না। সে জন্য তারা এই ওষুধগুলো নিচ্ছে না। ধরুন, আমাদের দেশে বঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি বলে ফুসফুসের অসুখ হয়। শ্বাসকষ্টের যেসব অসুখ হয় আর কী। সেখানে আমরা রোগীদের ইনহেলার ব্যবহার করতে বলি। বিভিন্ন রকম ইনহেলার। তবে তারা এটা নেয় না। তাদের ধারণা, ইনহেলার হলো শেষ পর্যায়ের ওষুধ। শেষ চিকিৎসা হিসেবে এটা দেওয়া হয়। এটি একটি ভুল ধারণা।
আরেকটি ভুল ধারণা নিয়ে অনেক রোগী আসে আমাদের কাছে। সে হয়তো আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছে, তাকে যখন বলি প্রেশারের ওষুধ আপনাকে খেতে হবে বা লিখতে হবে, সে কিন্তু একটি ভুল ধারণা নিয়ে বসে রয়েছে। হয়তো ভাবে যে একবার এই প্রেশারের ওষুধ খেলে সারা জীবন খেতে হবে। এই জন্য আমি কিছুদিন খেয়ে কমিয়ে বন্ধ করে দিই। আবার দরকার হলে আবার খাবো। এটা কিন্তু আসলে সারা জীবন খাওয়া উচিত। তবে তার ভ্রান্ত ধারণা হচ্ছে ওষুধ শুরু করলে আর ছাড়া যায় না।
অন্যদিকে কিছু ওষুধ রয়েছে, যেগুলো সীমিত সময়ের জন্য খাওয়া যাবে। আমরা অনেক সময় দিই। যেমন স্টেরয়েড বিভিন্ন নামে পাওয়া যায়। রোগীরা এটি খেলে আরাম বোধ করে। তবে পরে ক্ষতিকর ওষুধ লম্বা সময় ধরে চেষ্টা করে। এগুলোর কুফল নিয়ে পরবর্তী সময়ে রোগীরা আমাদের কাছে আসে।