হার্ট অ্যাটাকের কারণগুলো কী?
হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী অন্যতম ধমনি হচ্ছে করনারি আর্টারি। এই আর্টারির মধ্যে বহুদিন ধরে পলির মতো কোলেস্টেরল ও অন্যান্য চর্বি জাতীয় পদার্থ জমে জমে ভেতরটা এক সময় বন্ধ হয়ে যায়। তখনই বিপদটা দেখা যায়।
এ ছাড়া করোনারি আর্টারিতে রক্তজমাট বেঁধে দলা পাকিয়ে গেলে সেই অবস্থা থেকেও হার্ট অ্যাটাক হতে পারে। এ ছাড়া আরো অনেকভাবে হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন—ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদবহুল শরীর, রক্তে খারাপ জাতের চর্বি উপাদানের মাত্রা বৃদ্ধি এবং ভালো জাতের চর্বির মাত্রা কম, ভিটামিন ‘সি’ ও ‘ই’-এর অভাব, দুশ্চিন্তা ইত্যাদি।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।