ব্রণ হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
ব্রণ বেশ প্রচলিত একটি সমস্যা। ব্রণ হলেই কি চিকিৎসকের কাছে যাওয়া জরুরি বা যেতে হলেও কখন যাবেন?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আহম্মদ আলী। তিনি চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন।
প্রশ্ন : চিকিৎসকের কাছে যাওয়ার সময়টা কখন বলে আপনি মনে করেন?
উত্তর : রোগী যদি সচেতন হয় বেশি, তাহলে তো বেশি আগেই যায়। কিছু ঝুঁকি রয়েছে। যেমন অনেক সময় ত্বক ফুটো ফুটো হয়ে যায়। যাদের বড় বড় চাকা চাকা হয়, তাদের সম্পূর্ণ মুখ এবড়োথেবড়ো হয়ে, উঁচু উঁচু হয়ে অন্যরকম হয়ে যায়। মানে চিরস্থায়ী একটি ক্ষতি হয়ে যেতে পারে। এ রকম ঝুঁকি যদি কেউ মনে করে আছে, তাদের বড় বড় আকৃতির হয়, তীব্র আকারে হয়, অনেক দিন ধরে চলছে, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা করা উচিত। কারণ, পরে তার মনের ভেতর হয়তো একটি গ্লানি থেকে যেতে পারে যে আমি চিকিৎসা করিনি।