ফুসফুসে পানি আসে কেন?
ফুসফুসে পানি আসা বেশ প্রচলিত একটি সমস্যা। এ সমস্যার প্রধান কারণ নিউমোনিয়া। তবে এ ছাড়া ফুসফুসে পানি আসার বেশ কিছু কারণ রয়েছে।
ফুসফুসে পানি আসার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসে পানি আসা মানে কী? পানি জমে কোথায়? কেন পানি আসে?
উত্তর : ইদানীং প্রচুর রোগী পাচ্ছি, যাদের ফুসফুসে পানি আসছে। পানি আসার অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রধান হলো নিউমোনিয়া। নিউমোনিয়ার যদি চিকিৎসা না করে, তাহলে ফুসফুসে পানি আসতে পারে। দীর্ঘদিন ধরে পালমোনারি টিউবার কোলোসিস থাকলে, অর্থাৎ যক্ষ্মা হলে, এর যদি চিকিৎসা না করা হয়, তাহলে ফুসফুসে পানি আসবে। ফুসফুসের এপসেস হলে, এর যদি চিকিৎসা করা না হয়, তাহলে ফুসফুসে পানি আসবে। কারো যদি ফুসফুসে ক্যানসার থাকে, সেটা যদি আগেভাগে নির্ণয় না হয়, তাহলেও ফুসফুসে পানি আসবে। ট্রমাটিক ইনজুরি, সড়ক দুর্ঘটনা হলো বা কোনো কিছুর সঙ্গে লেগে আঘাত পেল, তাহলেও তার ফুসফুসে পানি আসতে পারে। এ ছাড়া আরো কারণ রয়েছে ফুসফুসে পানি আসার। কার্ডিয়াল ফেইলিউর, হার্ট ফেইলিউর হলে, লিভার ফেইলিউর হলেও ফুসফুসে পানি আসতে পারে। তবে সাধারণ দর্শকদের জন্য যেটি দরকার সেটি হলো নিউমোনিয়া। প্রত্যেক ঘরে ঘরে নিউমোনিয়া পাচ্ছি। এর চিকিৎসা না হলে ফুসফুস দিয়ে পানি আসবে।
প্রশ্ন : ফুসফুসে পানি আসা মানে কী? ফুসফুসের কোন জায়গায় পানি আসে?
উত্তর : আমরা যেমন শার্ট পরি, তেমনি আমাদের ফুসফুসে পর্দা রয়েছে। প্যারাইটাল লেয়ার ও ভিসারাল লেয়ার। ভিসারাল লেয়ার গায়ে লাগানো থাকে। আর তার ওপরে থাকে প্যারাইটাল লেয়ার। এই দুটোর মাঝে লুব্রিকেন্ট জাতীয় পদার্থ থাকে। এটি ফুসফুসের সংকোচন-প্রসারণে কাজ করে। এই যে দুটো লেয়ারের মাঝখানে ফাঁক রয়েছে, এখানে পানি জমা হয়।