গাইনোকোমাসিয়া কোন বয়সে হয়?
সাধারণত ছেলেদের স্তন বড় হওয়ার সমস্যাকে গাইনোকোমাসিয়া বলে। রোগটি কোন বয়সে হতে পারে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১২০তম পর্বে কথা বলেছেন ডা. তানভীর আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোনো বয়সের ক্ষেত্রে এই গাইনোকোমাসিয়া হয়?
উত্তর : সাধারণত কিন্তু একটি ছেলে বাচ্চা জন্ম নেওয়ার পর, মায়ের শরীরের হরমোনজনিত কিছু কারণে তার স্তন বৃদ্ধি থাকতে পারে। এটা একটা সময় পরে ঠিক হয়ে যায়। আবার যখন পিউবারটাল বয়স শুরু হয়, ১৪ থেকে বা ১৩ থেকে, কারো একটু দেরি হয়, তখন শরীরে একটা হরমোনাল পরিবর্তন হয়। সেই সময় একটি ট্রানজিয়াল কারণে স্তন বৃদ্ধি করতে পারে। আমরা তাকে যদি পর্যবেক্ষণে রাখি, দুই- তিন বছর পর দেখা যায় স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। তবে এর পরে যেটি হয়, সেটাকে গাইনোকোমাসিয়া ধরে নিয়ে আমরা চিকিৎসা করি। আরেকটি যেটি হতে পারে ৪০-৪৫ বছর পর আমাদের প্রোস্টেট গ্রন্থির কিছু পরিবর্তনের জন্য আমাদের প্রাকৃতিকভাবে গাইনোকোমাসিয়া থাকতে পারে। আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হয়, যারা বডি বিল্ডার্স, খেলোয়ার, তাদের ব্যায়ামের কারণে অনেক সময় কিন্তু গাইনোকোমাসিয়া দেখা যেতে পারে। একে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা বের করি। বুকে পেশি থাকে, সেটি আসলে ফুলে ওঠেছে, না স্তন ফুলে ওঠেছে। দেখা যায়, অনেক ক্ষেত্রে সেখানে ব্যথা থাকে। ব্যথাকে আমরা আসলে খুব গুরুত্ব দেই। ব্যথা ধরে আসে, অথবা একটা চাকা লাগে হাতে। তখন সে হয়তো ভাবছে আমার এটা কী হলো? তখন আমরা বের করি এটি গাইনোকোমেসিয়া না অন্য কিছু।