রক্তস্বল্পতার চিকিৎসা কী?
রক্তস্বল্পতার চিকিৎসা সময়মতো না হলে এটি জীবনঘাতীও হতে পারে। রক্তস্বল্পতার চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১২৩তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তস্বল্পতা হলে তার চিকিৎসা ও প্রতিরোধের জন্য করণীয় কী?
উত্তর : রক্তস্বল্পতা রোগ আকারে দেখা দিতে পারে অথবা অনেকগুলো রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। রক্তস্বল্পতায় কারণটা বের করা খুবই প্রয়োজন। কারণ সঠিক বের করতে না পারলে চিকিৎসাটা সঠিকভাবে বের করতে পারবে না। কোন কারণে হচ্ছে, সেই জিনিসটা নির্ধারণ করা সবচেয়ে জরুরি। কারণ বের করে যথাযথ চিকিৎসা করতে হবে। একই সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।