দাঁতের ক্ষয় কেন হয়?
দাঁতে বিভিন্ন কারণে ক্ষয় হয়। দাঁত ক্ষয়ের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩০তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতনস ডেন্টাল প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাঁতের কী কী ধরনের ক্ষয়রোগ রয়েছে?
উত্তর : দাঁত থাকলে ক্ষয়তো আছেই। একটি পর্যায় গিয়ে বৃদ্ধি হয়, একটি পর্যায়ে গিয়ে ক্ষয় হয়। বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে। কী কী কারণে ক্ষয় হতে পারে? সাধারণত বাংলায় যেটা বলি পোকা লাগা। এর কারণে হতে পারে। খাদ্যকণা জমে। সেই জায়গাটায় ক্ষয় করে ফেলে। একেই বলা হয় ক্ষয়। অন্য কারণে ক্ষয় হতে পারে। যাদের ঘুমে দাঁত কামড়ানোর অভ্যাস রয়েছে, ব্রুকসিজম রয়েছে, তাদের দাঁতে ক্ষয় হতে পারে। এটা এক ধরনের ক্ষয়। যাদের ব্রাশটা ঠিকমতো হয় না, তাদেরটা ঠিকমতো হতে পারে। দাঁতের ক্ষয়গুলো বেড়ে গেছে। বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে। এখন ক্ষয় যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেটা কেন ক্ষয় হচ্ছে খেয়াল করতে হবে।