শিশুদের ডেঙ্গু জ্বর হলে করণীয়
ডেঙ্গু জ্বর হলে শরীরে পানি কমে যায়। আর এর প্রভাব শিশুদের ওপর তীব্রভাবে পড়ে। তাই ডেঙ্গু জ্বর হলে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
শিশুদের ডেঙ্গু জ্বর হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩২তম পর্বে কথা বলেছেন ডা. কামাল সৈয়দ আহমেদ চৌধুরী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের কী প্রভাব পড়ে?
উত্তর : আপনারা জানেন আমাদের শরীরে পানির উপাদান ৬০ ভাগ। শিশুদের শরীরে ৭০ থেকে ৮০ ভাগ পানির উপাদান থাকে। ডেঙ্গু জ্বরে শরীরের পানি কমে যায়। এই পানি যদি কমে যায়, এটি এত বেশি কমে যেতে পারে যে শিশু অজ্ঞান হয়ে যেতে পারে। শিশুর রক্তচাপ কমে গিয়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি মনে করি, শিশুর ডেঙ্গু হলে খুব দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পানি ও ওরস্যালাইন পান করা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ওরস্যালইন আধা লিটার পানিতে মেশাই, তবে বাচ্চাদের বেলায় এক লিটার পানিতে মেশাতে হবে।