চোয়াল ভাঙলে করণীয়
ঘুষি লাগলে কিংবা ভারী কোনো বস্তুর সঙ্গে আঘাত লাগলে কিংবা দুর্ঘটনায় চোয়াল ভেঙে যেতে পারে। চোয়াল ভেঙেছে বলে সন্দেহ হলে যা করবেন :
- রোগীকে কথা বলতে নিষেধ করুন।
- মুখের মধ্যে রক্ত জমে থাকলে তা ফেলে দিতে হবে, সম্ভব হলে ঠান্ডা পানি দিয়ে রোগীকে কুলি করান।
- হাতের তালুতে মোটা কাপড় নিয়ে তা ঠান্ডা পানিতে ভিজিয়ে চোয়ালে চেপে ধরতে হবে।
- এবার ব্যান্ডেজ দিয়ে মাথা জড়িয়ে চোয়ালটিকে বেঁধে দিতে হবে। বাঁধনটি এমনভাবে দিতে হবে যেন গিটটি মাথার দিকে থাকে।
- এরপর রোগীকে হাসপাতালে পাঠাতে হবে।
- সর্বোপরি না ঘাবড়ে গিয়ে দ্রুত প্রাথমিক ব্যবস্থা নিন এবং প্রাথমিক চিকিৎসার পর রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।