ওরস্যালাইন খাওয়ার পরও ডায়রিয়া হলে
ওরস্যালাইন খাওয়ার পরও ডায়রিয়া হচ্ছে- এ রকম অভিযোগ অনেকের কাছেই শোনা যায়। বিষয়টি আসলে কেন হয়, এ ব্যাপারে করণীয় কী?
এসব বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪১তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের শিশু বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় অভিভাবকদের একটি অভিযোগ থাকে, বাচ্চাদের স্যালাইন দিচ্ছি, তাও পায়খানা বন্ধ হচ্ছে না। তখন আপনারা কী পরামর্শ দেন?
উত্তর : এই জন্য কেবল খাবার স্যালাইন দিলে হবে না। খাবার স্যালাইনের সঙ্গে পানি, অন্য যে খাবারগুলো যেমন ভাত, তরকারি এগুলো খাওয়াতে হবে। যতক্ষণ পর্যন্ত পানিশূন্যতা থাকবে ততক্ষণ পর্যন্ত খাবার স্যালাইন চালিয়ে যেতে হবে। আর মাঝেমধ্যে তাকে অন্যান্য খাবার অবশ্যই দিতে হবে। অন্য খাবার না দিয়ে সারাদিন ওরস্যালাইন খাইয়ে গেলে জটিলতা হতে পারে।