সিওপিডির জটিলতা কী?
ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ। এই রোগ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে; জটিলতা বাড়ায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৪৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. রৌশনী জাহান। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সিওপিডি রোগের কারণে আর কী কী রোগ হতে পারে?
উত্তর : সিওপিডি অনেক দিন ধরে, ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই তৈরি হওয়ার সময় রোগীর অনেকগুলো রোগ হতে পারে। একে আমরা সিস্টেমিক ডিজিজ বলি। এটা কেবল একটি রোগ নয়। এটি একগুচ্ছ রোগ। অনেককিছুর সমন্বয়ে কিন্তু এটি হয়। অনেক দিন হয়ে গেলে দেখা যায় রোগীর হার্ট ফেইলিউর যেটি, সেটি হতে পারে। পা ফুলে যায়, লিভার ফুলে যায়। রাইট হার্ট ফেইলিউর হতে পারে। এ ছাড়া যেটি হয়, রোগী দিন দিন শুকিয়ে যায়। অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় হতে থাকে। কিডনি আক্রান্ত হয়। ডায়াবেটিস থেকে যেমন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি এটি থেকেও সারা শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।