এনাল ফিসারের চিকিৎসায় করণীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/28/photo-1532770679.jpg)
অনেক সময় কোষ্ঠকাঠিন্য থেকে পায়খানার রাস্তায় এনাল ফিসার (গ্যাজ) হতে পারে। এনাল ফিসারের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৪তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান।
ডা. সাইদুর রহমান বর্তমানে বিআরবি হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এনাল ফিসার হলে চিকিৎসা কী?
উত্তর : সার্জারির প্রয়োজন পড়ে। এনাল ফিসার হয়ে গেলে তো সার্জারি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।
প্রশ্ন : সার্জারি পরে কী পরামর্শ দিয়ে থাকেন আপনারা?
উত্তর : ওই সেই একই জিনিস। খাবারদাবারের বিষয়ে বলা হয়। এরপর টয়লেট ট্রেনিংয়ের বিষয়টা থাকে। পায়খানা নরম রাখার যে বিষয়গুলো সেগুলো শেখানো হয়।
তবে একটি রোগ বিশেষ করে রয়েছে যাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, এটি যদি হয়, তাহলে শিশুর কোষ্ঠকাঠিন্য বেশি হতে পারে। শিশুর অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য দেখে আমরা শিশুর হাইপোথাইরয়েডিজম বুঝি। সেক্ষেত্রে আমরা হরমোন টেস্ট, ট্রি থি, টি ফোর টেস্ট করি। থাইরয়েডের যে হরমোনগুলো রয়েছে, সেগুলো পরীক্ষা করতে পারি। করে যদি দেখি যে থাইরক্সিনের ঘাটতি রয়েছে, থাইরক্সিন দিলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়।