ব্রণ কেন হয়?
ব্রণ একটি প্রচলিত সমস্যা। সাধারণত বয়ঃসন্ধিকালে এই সমস্যা বেশি হলেও সব বয়সেই ব্রণ হতে দেখা যায়। ব্রণ কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৫৭তম পর্বে কথা বলেছেন সহকারী অধ্যাপক. ডা. ইসাবেলা কবির।
ডা. ইসাবেলা কবির বর্তমানে বিআরবি হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণ কী? কী কী কারণে ব্রণের সমস্যা হচ্ছে?
উত্তর : ব্রণকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে একনে ভালগারিস। এটি বিভিন্ন কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে জিনগত ও পরিবেশগত কারণে হয়। আমাদের দেশে এখন বেশি হচ্ছে কসমেটিকসের কারণে। আর আরেকটি হলো ত্বকের ধরন অনুযায়ী। যেমন তৈলাক্ত ত্বকে বেশি হয়। সব ত্বকেই হয়, তবে তৈলাক্ত ত্বকে বেশি হয়।