ব্রঙ্কিয়াল অ্যাজমা কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/04/photo-1533376269.jpg)
ব্রঙ্কিয়াল অ্যাজমা বেশ প্রচলিত একটি সমস্যা। অনেকেই এ সমস্যায় ভুগে থাকেন। ব্রঙ্কিয়াল অ্যাজমা কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক. ডা. রৌশনী জাহান। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রঙ্কিয়াল অ্যাজমা কী?
উত্তর : ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি যাকে বলি, এটি হলো, শ্বাসতন্ত্রের লাইনিং বা কাভারিংয়ে অতি সংবেদনশীলতা। কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টরে এই সমস্যা হয়। এই কারণগুলোর সম্মুখীন যখন রোগীগুলো হয়, তখনই দেখা যায়, অতি সংবেদনশীল রেসপেরেটোরি ট্র্যাক্টটা প্রতিক্রিয়া দেখায়। এতে রোগীর চট করে কাশি হয়, শ্বাসকষ্ট হয়। সিওপিডির সঙ্গে আমরা এর পার্থক্য করি এভাবে যে এদের শাঁ শাঁ করে বাঁশির মতো শব্দ শুনতে পাই। তখন আমরা ইতিহাস নিয়ে দেখি এটি ব্রঙ্কিয়াল অ্যাজমা।